Home / Govt Jobs / ২১৩ জনকে নিয়োগ দেবে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড

২১৩ জনকে নিয়োগ দেবে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড

নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। তিনটি পদে মোট ২১৩ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদনের শেষ সময় ১১ই জুলাই ২০১৯…

পদের নাম

১.সার্ভেয়ার (প্রকৌশল),

২.ঊর্ধ্বতন হিসাব কর্মকর্তা,

৩. হিসাব করণিক।

পদসংখ্যা

১.সার্ভেয়ার (প্রকৌশল) পদে ১৩৭ জন,

২.ঊর্ধ্বতন হিসাব কর্মকর্তা পদে ৩০ এবং

৩.হিসাব করণিক পদে ৪৬ জন।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:

নিচে বিজ্ঞপ্তিতে দেখুন।

বেতন

জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী

সার্ভেয়ার (প্রকৌশল) পদে বেতন ৯,৭০০-২৩,৪৯০ টাকা,

ঊর্ধ্বতন হিসাব কর্মকর্তা পদে বেতন ৯,৭০০-২৩,৪৯০ টাকা এবং

হিসাব করণিক পদে বেতন ৯,৩০০-২২,৪৯০ টাকা।

আবেদন প্রক্রিয়া

প্রার্থীদের বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের ওয়েবসাইট rms.bwdb.gov.bd/orms । 

আবেদনের শেষ তারিখ

আবেদনের শেষ তারিখ ১১ জুলাই, ২০১৯।

আবেদনের যোগ্যতা ও বিস্তারিত বিজ্ঞপ্তিতে দেখুন……

bwdb jobs circular 2019

সূত্র : ইত্তেফাক, ১৩ জুন, ২০১৯।